দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি একই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ এমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান ড. হেলাল। বর্তমানে অস্ত্রোপচার শেষে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসমান হাদিকে জুলাই যোদ্ধা সম্বোধন করে ড. হেলাল উদ্দিন বলেন, ওসমান হাদি ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছিলেন। আমাদের জাতির জন্য তিনি একটা সম্পদ। কিন্তু যে ন্যাক্কারজনকভাবে তাকে গুলি করা হয়েছে, তার জীবন খুব আশঙ্কাযুক্ত। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, যেন তাকে আল্লাহ আরোগ্য দান করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী, জুলাই যোদ্ধার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। দ্রুত তদন্ত করে কারা এই ঘটনাটা ঘটাল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাব। একই সাথে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা জোর দাবি জানাব। কোনভাবেই যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়। ফেব্রুয়ারির ইলেকশন যেন অবশ্যই করতে পারে দেশবাসী, সেটা কামনা করি এবং আমরাও চাই যেকোন মূল্যে এই নির্বাচনকে অর্থবহ করতে হবে।’