রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। আজ শুক্রবার বিকেলে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকার কাছে তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি করা হয়।
এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ গুলিবিদ্ধ হাদীর প্রতি সংহতি জানিয়ে বলেন, "লাগছে গুলি হাদীর গায়, আমরা আছি লাখো ভাই।"
গুরুতর আহত অবস্থায় হাদী-কে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, হাদী বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এবং অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।