২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। দাম একদম হাতের নাগালে, যাকে বলে ‘পানির দর’। আশ্চর্য হলেও সত্য, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে নেই কোনো কাড়াকাড়ি। বিশেষ করে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচের টিকিটের চাহিদা এবার তলানিতে। অতীতে ভারতে বাংলাদেশের ম্যাচ মানেই যেখানে টিকিটের জন্য হাহাকার পড়ে যেত, সেখানে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টিকিট বিক্রিতে ভারতের ভেন্যুগুলোর সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ টাকা)। আর শ্রীলঙ্কার ম্যাচের সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪০০ টাকা)। কিন্তু টিকিট ছাড়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিক্রিতে ধীরগতি লক্ষ্য করা গেছে।
কেন এই অনাগ্রহ? টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ‘বুক মাই শো’-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাংলাদেশি দর্শকদের সাড়া এবার নেই বললেই চলে। এত কম দামে টিকিট ছাড়ার পরও এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। এর পেছনে মূলত দুটি কারণকে দায়ী করা হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ভারতীয় ভিসা প্রাপ্তির জটিলতা।
সিএবি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন এবং তার আগে-পরে বিশ্বকাপের ম্যাচগুলোর সূচি থাকায় অনেক সমর্থক দেশ ছাড়তে দোনামনা করছেন। তার ওপর ভিসা জটিলতা বাংলাদেশি দর্শকদের আগাম টিকিট কেনায় নিরুৎসাহিত করছে। যদিও দাবি করা হয়েছে, ১০০ রুপি মূল্যের প্রায় ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।
কলকাতায় বাংলাদেশ-ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ১০০ রুপিতে। তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি। মুম্বাইয়ে নেপাল ম্যাচের টিকিট মিলছে ২৫০ রুপিতে। রেকর্ড কম দামে টিকিট বিক্রি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সবাই যেন মাঠে এসে খেলা দেখতে পারেন। টিকিটের দাম নিয়ে যেন কোনো সমস্যা না হয়, তাই সর্বনিম্ন মূল্য ১০০ রুপি নির্ধারণ করা হয়েছে।’
‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ৭ ফেব্রুয়ারি। কলকাতার ইডেন গার্ডেন্সে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই আসরের।