একটা কথা মনে রাখবেন যারা ৪শ,৫শ,টাকা দিয়ে মানুষ ভাড়া করে আনে তারা মানুষকে মানুষ মনে করেনা।
আজ ১০সে ডিসেম্বর রোজ বুধবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে এসে পৌঁছে জনতার উদ্দেশ্যে ভাষণে এইসব কথা বলেন, নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাতিয়া ৬ আসনের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ।
এইসময় তিনি আরও বলেন, আমার হাতে বেশ কিছু কাজ আছে যা আমি খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছি।
পরে তিনি বিশাল হুন্ডা র্যালি নিয়ে ছুটে চলেন উপজেলার প্রাণকেন্দ্র ওছখালী শহরের দিকে।
উল্লেখ্য যে, এর পূর্বে সকাল থেকে নগারিক পার্টির জেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবুল হান্নান মাসুদের আগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীর জড়ো হতে থাকে উপজেলা নলচিরা ঘাটে। একসময় নলচিরা ঘাট কানায় কানায় ভরে উঠে জনতা। তাদের মুখে একটাই শ্লোগান আব্দুল হান্নান মাসুদের আগমন শুভেচ্ছার স্বাগতম।