১/১১–এর মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, ওই সময়কার সবচেয়ে বড় ভুক্তভোগীই তাদের দল। আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা বলেও দাবি করেন তারা। এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী ছিল আজ শুক্রবার। দিনটিতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। অনন্তকাল সংস্কার চলবে, নির্বাচন হবে না–এমনটি হতে পারে না উল্লেখ করে অন্তর্বতী সরকারের সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য তাঁর।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারা মনে করবে অন্তর্বর্তী সরকার একটা কোনো ধরনের মাস্টারপ্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।’
পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল শেষে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আরেকটি ১/১১–এর মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে। তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপিই।
গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক–এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে।
ওই প্রসঙ্গে মির্জা আব্বাস বলেছেন, ‘গণমাধ্যম বিএনপির বিরুদ্ধে অনেক কিছু লিখছে। কেউ বলছে, বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। ১/১১–এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। যদি কেউ বলে থাকেন, নিজ দায়িত্বে বলেছেন, বিএনপির বক্তব্য না। এই বিভেদ থাকলে দেশ গণতন্ত্রের চেহারা দেখবে না।’
এ ছাড়া বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন এই বিএনপি নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘একটা কথা বলল কেউ একজন, আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলেন। আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণাম কিন্তু ভালো হবে না।’
মির্জা আব্বাস বলেন, ‘একটি দল আছে, নাম বলব না। ওই যে বলে না, গাছে কাঁঠাল গোঁফে তেল। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা এমন ভাব করছেন, যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে তুক করে বিএনপি সম্পর্কে দুয়েকটা কথা বলে ফেলেন।’