বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে কিছু রাজনৈতিক ব্যক্তি সংগঠনটিকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালালেও বর্তমান প্রজন্ম সত্য-মিথ্যা আলাদা করে চিনতে পারে।
তিনি বলেন, “আমরা কাউকে জোর করে শিবিরে আনতে চাই না; আমাদের লক্ষ্য হলো নৈতিক, চরিত্রবান মানুষ তৈরি করা।”
তিনি জানান, পার্শ্ববর্তী দেশের কিছু প্রচারণা বাংলাদেশেও ছড়িয়ে দিয়ে শিবিরকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। তবে এখনকার শিক্ষার্থীরা আর এসব অপপ্রচারে কান দেয় না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রংপুর মেডিকেল কলেজ শিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার এবং সাবেক জেলা শিবির সভাপতি সরকার হাশেমুজ্জামান।
অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এই কর্মসূচিতে নিবন্ধন করেন। প্রায় দুই দশক পর কলেজ মাঠে উন্মুক্তভাবে ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলো।