Image description

আমেরিকান রিপাবলিকান ইনস্টিটিউট (আই আর আই) এর জরিপ বেরিয়েছে।
সায়েন্টিফিক জরিপ।
যত জরিপ এর মধ্যে এসেছে, তাদের সব গুলোর মধ্যে বেশ কিছু মিল থাকায় ধরে নেওয়া যাচ্ছে যে জরিপ গুলো সায়েন্টিফিক ভাবে হচ্ছে।
এই জরিপটির একটা গুরুত্বপুর্ন দিক হচ্ছে এটা 2013 সাল থেকে নিয়মিত চলতো। এক সময় হাসিনাকে বেশ জনপ্রিয় বলেছিল এই জরিপ, যেটা হাসিনা ফলাও করে প্রচার করতো।
তবে 2023 সালের পরে এই জরিপেও হাসিনার জনপ্রিয়তা ব্যাপক পতনের ইঙ্গিত দেখা যায় (স্লাইড #১ দেখুন)। 
জরিপের মেইন পয়েন্ট গুলো বলছি (এগুলোকে আমার বক্তব্য বা সমর্থন হিসেবে ধরবেন না) :
১.) ২০১৯ সাল পর্যন্ত দেশের মানুষ বলতো দেশ সঠিক পথে আছে। ২০২০ সালের পর থেকে ব্যাপক পতন হয়। সম্প্রতি আবার দেশ ভালো ভাবে চলছে বলছে ৫৩% মানুষ।


২.) যারা বলছে দেশ ভালো চলছে, তাদের বেশির ভাগ বলছে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, আইন শৃঙ্খলা ভালো হয়েছে , খাদ্য দ্রব্য ভালো পাওয়া যাচ্ছে।
৩.) দেশের ৮০% মানুষ দেশের ভবিষ্যত নিয়ে আশাবাদী । এটা একটা বিরাট ব্যাপার।


৪.) দুর্নীতি, আইন শৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্য এবং চাকরির অভাব দেশের সব চাইতে বড় প্রবলেম। অন্যান্য জরিপেও এই একই কথা আসে নিয়মিত।
৫.) ৭২% মানুষ দেশের গণতন্ত্রের অবস্থা ভালো মনে করছে। যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।
৬.) একই সংস্থার গত প্রতিটি জরিপের মতো এবারও দেশের মানুষের সব চাইতে আস্থাশীল প্রতিষ্ঠান হচ্ছে সামরিক বাহিনী।  এর পরে ছাত্র আন্দোলন, মিডিয়া। সব চাইতে কম আস্থার সংস্থা হচ্ছে হিযবুত তাহরীর, পুলিশ, ইলেকশন কমিশন এবং হেফাজতে ইসলাম।


৭.) ৫৩% মানুষ জামায়াতকে এবং ৫১% মানুষ বিএনপিকে খুব পছন্দ কিংবা কিছুটা পছন্দ করে। এনসিপিকে ৬% মানুষ খুব পছন্দ করে , তবে ৩২% মানুষ এনসিপিকে কিছুটা পছন্দ করে। এনসিপি কে খুব পছন্দ বিএনপি জামায়াতের থেকে কম মানুষ করলেও, কিছুটা পছন্দ অনেকেই করে এইটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং।
৮.) আওয়ামী লীগকে এখনো ১১% মানুষ খুব পছন্দ এবং ১৪% কিছুটা পছন্দ করে।
৮.) আজকেই যদি ভোট হয়, তাহলে বিএনপিকে ৩৩% এবং জামায়াতকে ২৯% মানুষ ভোট দেবেন।
৭% এখনো জানেন না, ১১% বলতে চাননি।
এই জরিপ ডাকসু নির্বাচনের পরে হয়েছে, এবং বলতে না চাওয়া এবং জানি না ভোট দুটোই কমেছে। 
বিএনপি নির্বাচনে জয়ী হবে নির্বাচন এই মুহূর্তে হলে, তবে জামায়াত এর গ্যাপ কমেছে। 
৪% মানুষ ভোট দেবেন না বলেছে।জোটের হিসেবে বিএনপির সম্ভাব্য জোট, জামায়াতের সম্ভাব্য জোটের চাইতে এগিয়ে।


৯.) নতুন সরকারের কাছে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা 
পরিস্থিতি ভালো করা দেশের মানুষের সব চাইতে বড় দাবি। এর পরে আছে "সংস্কার"।
১০.) ফ্রি ফেয়ার নির্বাচন, দুর্নীতি দমন, তার পরে সরকারি অন্যান্য সংস্কার -- এগুলো হচ্ছে সব চাইতে বড় সংস্কার যা মানুষ চায়।
১১.) ৭২% মানুষ দ্রুত নির্বাচন চায়। যার মধ্যে ৪১% এই মুহূর্তে নির্বাচন চায়।
১২.) বিদেশি দেশ গুলোর মধ্যে রাশিয়া, চায়না এবং পাকিস্তান বাংলাদেশিদের সব চাইতে পছন্দের তিনটা দেশ।
সব চাইতে অপছন্দ ইন্ডিয়া, তারপর আমেরিকা।


১৩.) ৬৩% মানুষ এখনো টিভি দেখে নিউজ জানতে পারে, ১৯% নিউজ দেখে ফেইসবুকে।
১৪.) সময় টিভি এবং যমুনা টিভির নিউজ সব চাইতে বেশি পছন্দ করে মানুষ।

Shafquat Rabbee Anik