Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

এর আগে ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চেয়েছেন তিনি। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়।

 

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, তা অসাংবিধানিক ও মতপ্রকাশের পরিপন্থি। মূলত এই সংশোধনী আনা হয়েছে জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে বলেও অভিযোগ করেন তিনি।