'জেপি-জাপা'র একাংশের উদ্যোগে নতুন জোটের ঘোষণা'

বিবিসি বংলা
Image description

মানবজমিনের প্রথম পাতার খবর— জেপি-জাপা'র একাংশের উদ্যোগে নতুন জোটের ঘোষণা

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জাতীয় পার্টির (জাপা) একাংশ এবং জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ১৬টি রাজনৈতিক দলের একটি জোট হচ্ছে।

আগামী ৬ই ডিসেম্বর 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট' নামের এই জোটের ঘোষণা আসতে পারে। গতকাল রোববার এই দলগুলোর এক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এই বৈঠকে সভাপতির বক্তব্যে জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এই জোটটা শুধু নির্বাচনী জোট না, ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে।

"আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আমরা এখনো জানি না। যদি অংশ নিতে না পারে ২৫ শতাংশ ভোট রয়েছে। এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে।"

জাপা, জেপি ছাড়াও এই সভায় জনতা পার্টি, জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ইসলামিক জোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ মানবাধিকার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সার্বজনীন দল, পিস অ্যালায়েন্স, ন্যাপ ভাসানী, বাংলাদেশ গণধিকার পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশের নেতারা অংশ নেন।

 

হাসিনা রেহানা টিউলিপের রায় আজ— দেশ রূপান্তরের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ও মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ সোমবার (পহেলা ডিসেম্বর)।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

এই মামলায় একজন গ্রেফতার হয়ে কারাগারে, বাকি আসামিরা পলাতক। পলাতক থাকায় আসামিরা তাদের ক্ষেত্রে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি।

এর আগে, একাধিক মামলায় দণ্ডিত হয়েছেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে তিনি মৃত্যুদণ্ডের শাস্তিও পেয়েছেন।

এছাড়া, প্লট জাতিয়াতির মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেয় ঢাকার একটি বিশেষ আদালত।

আর এবার শেখ রেহানা ও তার মেয়ের বিরুদ্ধে এই প্রথম কোনো ফৌজদারি মামলার রায় হতে যাচ্ছে।

দেশ রূপান্তর

ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা— যুগান্তরের প্রধান খবর এটি। এ খবরে বলা হয়েছে, ফোনে আড়ি পেতে মাদক কারবারি চিহ্নিত করতে দায়িত্ব পাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নারকোটিক্স) কর্মকর্তা-কর্মচারীরাই আড়িপাতার তথ্য কাজে লাগিয়ে উল্টো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন।

বিশেষ করে সিপাহি ও ওয়্যারলেস অপারেটর পদমর্যাদার কতিপয় কর্মচারী এই কাজে জড়িয়েছেন। তবে উচ্চপদস্থ কর্মকর্তারাও সন্দেহের বাইরে নন।

প্রাইজ পোস্টিং আর পদোন্নতির লোভে মাদক চোরাচালানের তথ্যের বিনিময়ে 'সোর্স মানি' বিক্রির অভিযোগও পাওয়া যাচ্ছে।

সম্প্রতি চট্টগ্রামে নারকোটিক্সের এক এএসআই (সহকারী উপ-পরিদর্শক) বিপুল পরিমাণ মাদকসহ র‍্যাবের হাতে গ্রেফতারের পর এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

এ ঘটনার মধ্য দিয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) ফোনকল আড়িপাতা কার্যক্রমের অভ্যন্তরীণ জবাবদিহিতা, স্বচ্ছতা ও তথ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় ধরনের প্রশ্ন সামনে আসছে।

যুগান্তর

দেশের মানুষের বড় রোগ উচ্চ রক্তচাপ— আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সারাদেশের ৪৭ হাজার ৪০টি পরিবার এবং ১ লাখ ৮৯ হাজার ৯৮৬ মানুষের ওপর গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে 'হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে' নামে একটি জরিপ চালায়। যার ফলাফল প্রকাশ করা হয় গতকাল রোববার।

ফলাফলে দেখা যায়, জরিপের আগের ৯০ দিনে প্রতি ১ হাজার মানুষের মধ্যে ৩৩২ জন বা ৩৩ শতাংশ মানুষ কোনো না কোনো রোগে ভুগেছেন।

১০টি রোগের তালিকার শীর্ষে যথাক্রমে ১ হাজার মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ (৭৮ দশমিক ২৮ জন), পেপটিক আলসার (৬৩ দশমিক ৭৯ জন), ডায়াবেটিস (৪৩ দশমিক ১৫ জন), বাত বা আর্থ্রাইটিস (৩৯ দশমিক ৭৫ জন), চর্মরোগ (৩৭ দশমিক ২৩ জন), হৃদরোগ (৩১ দশমিক ৩২ জন), হাঁপানি (৩০ দশমিক ৯৪ জন), অস্টিওপরোসিস (২২ দশমিক ৩০ জন), হেপাটাইটিস (২২ দশমিক ৩০ জন) ও ডায়রিয়া (১৫ দশমিক ৮৯ জন)।

জরিপের ফলাফলে দেখা গেছে, দেশে সন্তান জন্মদানে অস্ত্রোপচারের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এখন মোট প্রসবের ৪৯ শতাংশই হচ্ছে অস্ত্রোপচারে।

এতে খরচের পরিমাণ স্বাভাবিক প্রসবের তুলনায় পাঁচ গুণের বেশি।

আজকের পত্রিকা

প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম— বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত

এই খবরে বলা হয়েছে, ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে।

তদন্ত কমিশন বলছে, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'গ্রিন সিগন্যাল' ছিল এবং মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

এছাড়া, ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে, তারা ১১ মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে।

তারা তাদের প্রতিবেদন গতকাল রোববার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

পরে কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, সেনাবাহিনীকে দুর্বল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

বিডিআর সদস্যদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ ছিল বলেও কমিশনপ্রধান জানান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালকসহ ৭৪ জন নিহত হন।

প্রথম আলো

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ দ্রুত বেড়ে এখন ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বিতরণকৃত মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

বিপুল অঙ্কের খেলাপি ঋণ কমাতে চলতি বছরের শুরুতে বিশেষ সুবিধায় ঋণ পুনঃতপশিলের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।

গত জানুয়ারিতে গঠিত এ সংক্রান্ত যাচাইবাছাই কমিটির কাছে এক হাজার ৪০টি আবেদন জমা পড়ে। বিপরীতে দুই লাখ কোটি টাকার মতো ঋণ পুনঃতপশিল চাওয়া হয়েছে।

এর মধ্যে পাঁচটি আবেদনে ৫৫ হাজার ৩৪৪ কোটি টাকার পুনঃতপশিল চাওয়া হয়েছে। আর ২০ ব্যবসায়ী গ্রুপ এক লাখ ১০ হাজার ৩০০ কোটি টাকার ঋণ নিয়মিত করার আবেদন করেছে।

এককভাবে সর্বোচ্চ ১৪ হাজার ৭৭১ কোটি টাকা পুনঃতপশিল চেয়েছে মাগুরা গ্রুপ। এস আলম গ্রুপের ১২ হাজার ৭৬৬ কোটি টাকা পুনঃতপশিল চেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৬৪ কোটি টাকা পুনঃতপশিলের আবেদন করেছে বসুন্ধরা গ্রুপ।

নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ ৯ হাজার ৭২৪ কোটি টাকা নিয়মিত করার আবেদন করেছে। বেক্সিমকো গ্রুপের ছয় হাজার ৯১৯ কোটি টাকার পুনঃতপশিল চাওয়া হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক পুনঃতপশিলের সুযোগ দিলেও অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে না বলে জানা গেছে।

সমকাল

বণিক বার্তার প্রথম পাতার একটি শিরোনাম— চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

এই খবরে বলা হয়েছে, ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

শয্যাপাশে থাকা স্বজন কিংবা চিকিৎসকদের ডাকে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন তিনি। কথা বলার চেষ্টাও করছেন। তাকে এখন তরল খাবার দেয়া হচ্ছে।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে গতকাল রোববার রাতে এসব তথ্য জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন গ্রহণ কিছুটা ভালো। শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া সম্ভব হবে।

এদিকে, চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের আজ ঢাকায় আসার কথা রয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি তারা চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন বলে জানা গেছে।

বণিক বার্তা

ইংরেজি দৈনিক নিউ এইজের প্রথম পাতার খবর— EC plans dual voting booths to reduce congestion; অর্থাৎ ভোটারের জট কমাতে এক বুথে দুটি গোপন কক্ষ করার পরিকল্পনা ইসির।

এতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে একইদিনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে সময় বাঁচাতে ভোটকেন্দ্র বা বুথ না বাড়িয়ে গোপন কক্ষ বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

এজন্য একটি বুথে দুটি গোপন কক্ষ করার পরিকল্পনা করা হচ্ছে।

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা করে ইসি। এরপর ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

এ সময় তিনি বলেছেন, একটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ রাখার পরিকল্পনা রয়েছে, যাতে ভোট দেওয়ার সময় কমে এবং ভোটারদের প্রবাহ বজায় থাকে।

ভোটের মহড়ার প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে— ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে, তবে প্রতিটি বুথে গোপন কক্ষ বাড়ানো লাগতে পারে।

সাধারণত একটি ভোটকক্ষে ব্যালটে সিল মারার জন্য একটিই গোপন কক্ষ থাকে।

দুটি কক্ষ করলে আইনের ব্যত্যয় হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, এতে আইনগত কোনো বাধা দেখছেন না।

নিউ এইজ

খুলনায় আদালতে আসা দু'জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা— সংবাদের প্রধান প্রতিবেদন এটি।

এই খবরে বলা হয়েছে, ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার নামের দুই ব্যক্তি আদালতে এসেছিলেন হাজিরা দিতে। কিন্তু খুলনা মহানগর দায়রা জজ আদালত থেকে বের হওয়ার পর ফটকের সামনেই দু'জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার দুপুরে এই ঘটনা ঘটে। তাদের দু'জনের নামেই হত্যাসহ ছয়টি করে মামলা রয়েছে বলে জানা গেছে।

খুলনার পুলিশ বলছে, নিহত দু'জনই 'সন্ত্রাসী পলাশ গ্রুপের সহযোগী'। তারা দু'জনই আড়াই মাস আগে জামিনে কারাগার থেকে বের হন।

আদালতের মতো স্পর্শকাতর স্থানে এমন হত্যাকাণ্ডে পুরো শহরে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরাও।

এদিকে, পুলিশের দেয়া তথ্যানুসারে, গত বছরের পাঁচই অগাস্টের পর ১৫ মাসে খুলনা নগরীতেই ৪৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

এই সময়ে গুলি, ধারালো অস্ত্র ও মারধরে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ।

এছাড়া, খুলনার উপজেলাগুলোতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ।

সংবাদ

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর— তারেক রহমান ফিরতে চাইলে 'ওয়ান টাইম পাস' দেওয়া হবে

এতে বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে চাইলে তাকে 'ওয়ান টাইম পাস' দেবে সরকার। এটা দিতে এক দিন লাগে। তিনি আজ বললে কালকেই পাস ইস্যু করা হবে।

বিএনপির এই নেতার দেশে ফেরার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলেও দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তার মতে, 'একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না— এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কী করে নিষেধ করবে বা বন্ধ করবে।'

দুয়েকটি ইস্যুতে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না বলেও মনে করেন তৌহিদ হোসেন।

এদিকে, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে, এ বিষয়ে অফিশিয়াল কোনো তথ্য নেই বলে জানান তৌহিদ হোসেন।

দৈনিক ইত্তেফাক


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder