Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ সংকটজনক। একাধিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার এই গুরুতর অসুস্থতার খবর পেয়েই লন্ডনের হাসপাতালে ছুটে যান ছেলে তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

লন্ডন ক্লিনিকে গিয়ে তারেক রহমান চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন। এরপর ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদেরও আলোচনায় যুক্ত করা হয়।

সমন্বয় করে নতুন চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এই চিকিৎসা শুরু হওয়ার পর খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে লন্ডনের এই হাসপাতালেই চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া।

শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের বলেন, “তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম আছে। চিকিৎসকদের দেওয়া ওষুধ তাঁর শরীরে কাজ করছে।”

দলীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, তারেক রহমান ঢাকার চিকিৎসকদের সঙ্গে লন্ডনের বিশেষজ্ঞদের সমন্বয় করছেন। এসব কাজে তাঁকে সহযোগিতা করছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।

পরিবারের সূত্রের মতে, এ মুহূর্তে সব মনোযোগ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। শারীরিক অবস্থায় কিছুটা অগ্রগতি দেখা দিলে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

খালেদা জিয়াকে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। গত শুক্রবার বিএনপি জানায় যে তাঁর অবস্থা বেশ সংকটাপন্ন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। বিভিন্ন জায়গায় দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

রাজনৈতিক দল নির্বিশেষে অসংখ্য মানুষ হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিচ্ছেন- দেশের রাজনীতিতে এমন সর্বজনীন ভালোবাসা ও শ্রদ্ধা বিরল বলেই অনেকেই মনে করছেন।

শীর্ষনিউজ