Image description

বরগুনার বেতাগীতে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৪ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেতাগী জেলেপাড়া সার্বজনীন শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এ মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার রাষ্ট্র সবার, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এ দেশে মুসলমানদের যে অধিকার হিন্দুদেরও সেই একই অধিকার। একজন মুসলমান যে অধিকার নিয়ে বসবাস করবে, অপরদিকে এক সনাতনী সেই একই অধিকার ভোগ করবেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে এই বেতাগীতে হিন্দুরা বিএনপির নেতৃত্বে সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ পেয়েছে। গত ৫৪ বছরে আপনি যা পাননি আমাদের তারেক জিয়া যদি একবার প্রধানমন্ত্রী হন আপনারা তা পাবেন। তারেক জিয়া চান এ দেশে হিন্দু, মুসলমান সমান অধিকার ভোগ করুক।

বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা শ্রী বিমল মিস্ত্রীর সভাপতিত্বে সনাতনীদের এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পাথরঘাটা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অরুন বাবু, বরগুনা জেলা হিন্দু ও বৈধ স্থায়ী কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হীরন সমাদ্দারসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, বরগুনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, বামনা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিল্পপতি রুহুল আমিন শরিফ, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভা শেষে বিএনপিতে যোগদানকৃত সব হিন্দু ধর্মাবলম্বীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।