Image description

ঢাকার সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’ আয়োজন করছে মেডিকেল জোন ছাত্রশিবির। প্রথম সিজনে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে নিবন্ধন ফরম উন্মুক্ত করেছে আয়োজক সংগঠনটি। শুক্রবার (২৮ নভেম্বর) শাখা ছাত্রশিবিরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফুটসাল হচ্ছে ছোট কোর্টে কম খেলোয়াড় নিয়ে খেলা দ্রুতগতি ও দক্ষতাভিত্তিক ফুটবলের এক বিশেষ ধরন। সাধারণত ৫-জনের দল নিয়ে ইনডোর বা ছোট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১৫ হাজার এবং রানার্সআপ দলের জন্য থাকছে ১০ হাজার টাকার প্রাইজমানি। প্রতিটি টিমের রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ২ হাজার টাকা।

বিবৃতিতে জোন শিবির জানিয়েছে, আগামী ২৫–২৬ ডিসেম্বর ২০২৫ ঢাকা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট - সিজন ১’। শুধুমাত্র ঢাকার বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রথম বর্ষের পুরুষ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। দল নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীদের কিউআর কোড স্ক্যান করতে হবে এবং দলের পক্ষ থেকে শুধুমাত্র টিম লিডার বা ক্যাপ্টেনকেই নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে এবং প্রত্যেক দল গ্রুপের অন্য তিন প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। জয়, ড্র এবং পরাজয়ের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হবে এবং সমান পয়েন্টের ক্ষেত্রে গোল পার্থক্য বা সর্বোচ্চ গোল সংখ্যা বিবেচনা করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল নক-আউট পর্বে উন্নীত হবে। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে এবং কোনো ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে ফলাফল নির্ধারিত হবে।

প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় মাঠে নামবে এবং রোলিং সাব ব্যবস্থায় চারজন বদলি খেলোয়াড় থাকবে। ম্যাচের সময় নির্ধারিত হয়েছে ১০+২+১০ মিনিট। নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকতে ব্যর্থ হলে প্রতিপক্ষ দলকে ওয়াকওভার দেওয়া হবে। খেলায় ফেয়ার প্লে নিশ্চিত করতে হলুদ এবং লাল কার্ডের নিয়ম প্রযোজ্য থাকবে, এবং লাল কার্ডপ্রাপ্ত খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবে। অসদাচরণের ক্ষেত্রে টেকনিক্যাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টের জন্য প্রতিটি দলকে জার্সি সরবরাহ করা হবে এবং খেলোয়াড়দের ট্রাউজার ও এ্যাংলেট পরে মাঠে নামতে হবে। অভিজ্ঞ রেফারিদের পরিচালনায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিবন্ধনের জন্য মেডিকেল জোন শিবিরের ফেসবুক পেজে শেয়ার করা নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে তথ্য পূরণ করতে বলা হয়েছে।