মানিকগঞ্জের বাউল আবুল সরকারের মুক্তি, বাউল ও সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট আয়োজিত মানববন্ধনে হামলা, মারপিটের অভিযোগে আপ বাংলাদেশের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে সংগঠনের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক ফাইজুল্লাহ ইকবাল শাকিলকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সংগঠনের সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
গতকাল বুধবার বিকেল ৫টায় নগরীর শিববাড়ি মোড়ে গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত মানববন্ধনে হামলা, মারধরের ঘটনা ঘটে। এতে বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়নের প্রায় ১৫ জন আহত হন। তাদের ব্যানারও পুড়িয়ে দেওয়া হয়।
হামলার পর ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, আপ বাংলাদেশের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল হামলার জন্য তার কর্মীদের উদ্বুদ্ধ করছেন। হামলার পর তিনি ব্যানার পুড়িয়ে দেওয়ারও নেতৃত্ব দিচ্ছেন। তিনি মারধরের ভিডিও নিজেদের ফেসবুক পেজেও আপলোড করেন।