Image description

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির ও তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে সোমবার বিকালে আমতলী ও তালতলীতে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএনপির কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিষ্কার করে। তাকে বহিষ্কার করায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তিনি বহিষ্কার হয়েও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সব কার্যক্রমে সক্রিয় অংশ নেন। শেখ হাসিনার পতনের পর তিনি দলের সব কর্মকাণ্ড চালিয়ে যান।

অপরদিকে তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় নির্দেশনা উপেক্ষা করে ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন। ফলে তাকে বহিষ্কার করা হয়। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম লিটন মোল্লা বলেন, মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা প্রাণ ফিরে পেয়েছেন। মোস্তাক ছিল তৃণমূল নেতাকর্মীদের অভিভাবক।

আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব উল আলম মৃধা বলেন, বিএনপির পরীক্ষিত নেতা জালাল উদ্দিন ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমতলী উপজেলা বিএনপির সব নেতাকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে উপজেলা বিএনপি আরও গতিশীল হবে। তার বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে।

তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি হাতে পেয়েছি। তালতলী উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে প্রাণপণ কাজ করব।

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। দলের একটি কুচক্রী মহল দলের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছিল; কিন্তু কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বুঝতে পেরেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।

তিনি আরও বলেন, উপজেলার সুসংগঠিত তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।