Image description

শনিবার ( ২২ নভেম্বর) ক্যাম্পাসে ব্যানার টানানোর ঘটনায় সরকারি তিতুমীর কলেজে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রদল৷ এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের হামলার শিকার হন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তাওসিফ মাইমুন, দ্য ডেইলি ক্যাম্পাসের ক্যাম্পাস প্রতিনিধি মো. আল আমিন মৃধা, সাংবাদিক সমিতির সহযোগী সদস্য মো. সাদিকুল ইসলাম। এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ ও একাধিক ছাত্রদল নেতার  ফেসবুক পোস্টে আহত সাংবাদিককে শিবির নেতা বলে ট্যাগিং করা হয়৷ তবে এই ঘটনায় কোনো প্রমাণ উপস্থাপন  করতে পারেননি ছাত্রদল নেতারা।

সাংবাদিকদের দাবি, হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ‘শিবির ট্যাগিং’ করে গুজব ছড়াচ্ছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ঘটনায় আহত সাংবাদিক তাওসিফ মাইমুন বলেন, ‘গতকাল রাতে তিতুমীর কলেজের ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধির উপর হামলা করে কলেজ ছাত্রদল। তাকে বাঁচাতে গেলে আমার উপর হামলা চালায়। ঘটনার দায় মুক্তি পেতে নির্লজ্জভাবে আমাকে শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। অথচ আমার সাথে শিবিরের কোন সম্পর্ক নেই। ক্যাম্পাসে ছাত্রদল শিবিরের সংঘর্ষের ঘটনায় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সদস্যদের সাথে আমরা ক্যাম্পাসে উপস্থিত হই। এ সময় দায়িত্বপালন কালে সমিতির সদস্যদের ওপর  হামলা চালায় তিতুমীর কলেজ ছাত্রদল।’

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, “সাংবাদিক সমিতি সব সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছে। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের অপরাধ আড়াল করতে আমাদের সদস্যদের ওপর ‘শিবির ট্যাগ’ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত।”