সামনের দিনগুলোতে নতুন ধাপে ভেনিজুয়েলা সংক্রান্ত অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চারজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বৃদ্ধির মধ্যে এ তথ্য জানালেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ভেনিজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করার পর ভেনিজুয়েলার ওপর দিয়ে একাধিক ফ্লাইট বাতিল করেছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফ্লাইটরাডার২৪ এবং ভেনিজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী- ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়ানকা, চিলির এলএটিএএম, ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবিয়ান এবং টিএপি এয়ার পর্তুগাল রবিবার কারাকাস থেকে ছেড়ে যাওয়া তাদের ফ্লাইট বাতিল করেছে। খবর সিএনএনের।
নতুন অভিযানের প্রকৃত সময় কিংবা ব্যাপ্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ভেনিজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন ব্যবস্থার বিষয়ে প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। এ সময়ে ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পদক্ষেপের প্রথম অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান হতে পারে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় রয়টার্সকে বক্তব্য দেওয়া চার কর্মকর্তার কেউই তাদের নাম প্রকাশ করতে চাননি। জানতে চাইলে রয়টার্সকে হোয়াইট হাউসের দ্বারস্থ হতে বলেছে প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। অন্যদিকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএ এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রবিবার ভেনিজুয়েলার বিষয়ে কোনো ব্যবস্থার সম্ভাবনাই নাকচ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভেনিজুয়েলার মাদকে আমেরিকার বাজার সয়লাব হওয়া রোধের পাশাপাশি দায়ীদের বিচার নিশ্চিত করতে প্রতিটি উপাদান ব্যবহারে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প। দুই কর্মকর্তা রয়টার্সকে বলেন, সম্ভাব্য যেসব ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে মাদুরোকে উৎখাতও একটি। তবে এ বিষয়ে জানতে চাইলে ভেনিজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা অ্যারোনটিকা সিভিল দে কলম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ওই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে মাইকুয়েতিয়া অঞ্চলে বিমান চালানোর সম্ভাব্য ঝুঁকি রয়েছে। ট্যাপ এয়ার পর্তুগাল নিশ্চিত করেছে, তারা রবিবার ও পরবর্তী মঙ্গলবারের জন্য তাদের ফ্লাইট সূচি বাতিল করেছে। রয়টার্সকে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে ভেনিজুয়েলার আকাশসীমায় নিরাপত্তার নিশ্চয়তা নেই। স্পেনের আইবেরিয়া বিমান সংস্থা জানিয়েছে, তারা সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কারাকাসে তাদের ফ্লাইটগুলো বাতিল করেছে। ভেনিজুয়েলার এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের সভাপতি মারিসেলা দে লোয়াইজা জানান- স্পেনের ইবেরিয়া, পর্তুগালের টিএপি, চিলির লাতাম, কলম্বিয়ার অ্যাভিয়ানকা, ব্রাজিলের গোল এবং ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস আপাতত ফ্লাইট স্থগিত করেছে।