Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়া। এ সময় তিনি এনসিপি নেতাদের সাথে সাক্ষাৎ করেন।

রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথ মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আর এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও সিনিয়র যুগ্ম সম্পাদক ড. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ বৈঠকে উপস্থিত ছিলেন।