ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
কাতারের দোহায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে নাটকীয় সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৯৪ রান করে ভারত।
খেলা গড়ায় সুপার ওভারে। শ্বাসরুদ্বকর সেই সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আজ ফাইনালে খেলছে ভারতের সঙ্গে।