Image description

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা লড়াই করেছে তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিল। ২৪-এ যাদের আত্মত্যাগ ছিলো জবাবদিহির জন্য, অধিকারের। যারা লড়াই করেছে তাদের সংসদে যাওয়া উচিত।

রবিবার রাজধানীর একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংসদে যাব, সৎ ও জবাবদিহি থাকবে। সংস্কার, বিচার, নির্বাচন আমাদের দাবি ছিল। দুইটি প্রক্রিয়া শেষ করে এখন নির্বাচনের দিকে যাচ্ছি।

সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চলছে।’

তিনি আরো বলেন, ‘এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই।’