বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে হবে। তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, নির্বাচনের দিন গণভোট হলে গণহত্যা বা জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরকালে নগরের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হেলিকপ্টারে করে প্যারেড মাঠে অবতরণ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, "ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে।" তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। কিন্তু আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।" ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না—এই প্রশ্নে তিনি 'ইনশাআল্লাহ নির্বাচন হবে' বলে আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াতের আমির স্পষ্ট করেন যে, তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, কারণ এটা সম্ভব নয় এবং তারা অবাস্তব কোনো দাবিতে বিশ্বাস করেন না।
তিনি বলেন, "নির্বাচনের দিন গণভোট ভালোভাবে চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।"
জামায়াত কোনো জোট করবে না জানিয়ে তিনি বলেন, "তবে অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ।"
চট্টগ্রামসহ অন্যান্য আসনে জামায়াতের জয়ের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, "আমি চট্টগ্রামের সব আসনে জামায়াতের প্রার্থী জয়ের কোনো বার্তা দেব না, আমি জনগণের বিজয়ের বার্তা দেব। আমি জামায়াতের বিজয় চাচ্ছি না, আমি জনগণের বিজয় চাচ্ছি।"
ডা. শফিকুর রহমান পিআর (Proportional Representation) নিয়ে জামায়াতে ইসলামীর দাবি অব্যাহত থাকার কথা জানান। তিনি বলেন, "পিআর-এর দাবি জনগণের স্বার্থে বাস্তবায়ন হবে। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, পিআর আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।"
ডা. শফিকুর রহমান শনিবার চট্টগ্রাম সফরকালে নগরের আকবরশাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসায় বার্ষিক মাহফিলে এবং সন্ধ্যায় জামায়াতে ইসলামী চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পূর্বনির্ধারিত এসব কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে তাঁর ঢাকা যাওয়ার কথা রয়েছে।