চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আগামীতে ভোটাররা সুযোগ দিলে মানুষের কল্যাণে ও দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে কৃষি ভিত্তিক ইপিজেড গেড়ে তোলা হবে। এছাড়াও, এখানে মেডিকেল কলেজ হাসপাতাল, বিমানবন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে পদক্ষেপ গ্রহন করা হবে।
শনিবার বিকেলে নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কারও বক্তব্যে বিভ্রান্ত না হয়ে, প্রতারিত না হয়ে, ধোঁকায় না পড়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেতনতার ভূমিকা রাখতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, এ ময়দান বিজয়ের ময়দান। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবাই ভোট দিয়েছে। নানা প্রপাগান্ডা ছড়িয়ে লাভ হয়নি। হিন্দু-বৌদ্ধ ও অমুসলিমরা আমাদের ভোট দিয়েছে। এবার দাঁড়িপাল্লার ওপর আস্থা রাখুন। আমরা প্রতিদান দেবো।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে কোনো সন্ত্রাস নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো দুর্নীতিবাজ নেই, ধর্ষক নেই। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে জামায়াতে ইসলামী। বেকরাত্ব দূরীকরণে যুব সমাজের জন্য প্রয়োজনীয় প্রকল্প চালু হবে। তাই ছাত্র-যুব সমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে জুলাইয়ের চেতনায় এগিয়ে আসতে হবে।
ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পতনের পর নতুন করে একটি দল দেশে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, যে দল চাঁদাবাজি করে, যেই দল সন্ত্রাসী করে, যেই দল নিজেরা নিজেদের কর্মীকে হত্যা করে তাদেরকে দেশের ক্ষমতার মসনদে বসানো যায় না।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৩ মাসে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজমুক্ত হয়ে যাবে। নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান মাসুদ।
জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।