Image description

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামন বাচ্ছু বলেছেন, এখন আমাদের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আক্তারুজ্জামন বাচ্ছু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন। 

 

পাগলা থানা বিএনপির শেখ মোহাম্মদ ইছমতের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উজ্জল আহাম্মদ পাপ্পু, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামন চঞ্চল প্রমুখ।