Image description
 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা নানাভাবে আমাকে কিনতে চেয়েছিলেন, শত শত কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। কিন্তু নৈতিকভাবে, আদর্শিকভাবে আমরা সেটা সঠিক মনে করিনি। তাই আমরা আপস করিনি। তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এলাকাকে সেইভাবে গড়ে তুলবো। আর যদি না থাকেন, তাহলে বুঝবো স্বাভাবিকভাবেই আমরা ভালো না।

বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদ আয়োজিত বাঁশবাড়িয়া চৌরাস্তা মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 
 

তিনি বলেন, ২৮ বছর পরে ডাকসুর ভিপি হয়েছিলাম, শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করেছিলাম এবং শেষপর্যন্ত শেখ হাসিনাকে গদি থেকে হটিয়েছি। আমাদের সেই সক্ষমতা আল্লাহপাক দিয়েছেন।

তিনি বলেন, যেই রাজনীতিতে হানাহানি, মারামারি, সংঘাত-সহিংসতা থাকতে না, যেই রাজনীতি হবে মানুষের কল্যাণে, যেই রাজনীতিতে থাকবে সহনশীলতা-সম্প্রীতি সেই ধরনের রাজনীতি ও সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেই ধরনের সংগ্রাম আমরা গলাচিপা-দশমিনা থেকে শুরু করতে চাই। এই গলাচিপা-দশমিনাকে আগামীতে রাজনীতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সম্প্রীতির ক্ষেত্রে একটি রোল মডেল করতে চাই।

 

তিনি বলেন, আমার দল গণঅধিকার পরিষদ করতে হবে না। শুধু নৈতিক সমর্থন দিয়ে দেখেন এলাকার পরিবেশ কীভাবে পাল্টে দেই। মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারবে। চোর-ডাকাতের অস্তিত্ব থাকবে না। কোনো গুন্ডা-মাস্তানি চলবে না। যে যেটা পাবার যোগ্য সে সেটাই পাবেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ ধান্দাবাজি-চান্দাবাজি করতে পারবে না।

নুরুল হক নুর বলেন, বিগত দিনে ভোটের নামে কী প্রহসন হয়েছে তা আপনারা জানেন। কিন্তু এই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা নির্বাচনে ভোটদানের মাধ্যমে সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। জনগণের ভোটে যাদের প্রতিনিধি নির্বাচিত হবে, জনগণ সাথে থাকলে নেতা, না থাকলে খ্যাতা। আপনারা যদি আগামীতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আমাকে ভোট দেন, তাহলে আমি এই এলাকার জনপ্রতিনিধি হবো। আপনাদের নেতা হবো। আরেকজনকে ভোট দিলে সে নেতা হবে। কাজেই এই ক্ষমতা কিন্তু জনগণের কাছে আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ক্ষমতা জনগণের কাছে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, দিনের ভোট রাতে, কিংবা কেন্দ্রে গেলে বলবেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে ওই ধরনের নির্বাচন আর বাংলাদেশে ফিরে আসবে না। এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন কোনো রাজনৈতিক দলের কোনো উৎপাত করার সুযোগ নেই এবং ভবিষ্যতেও যেন এই ধরনের তৎপরতা চলতে না পারে সেজন্য এখন থেকে আপনাদের আওয়াজ তুলতে হবে, সাহসের সঙ্গে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। যেই দল, যেই নেতা ভালো কাজ করে তাদের পাশে থাকতে হবে। আর সেই তালিকায় আমরা যদি থাকি তাহলে আমরা দাবি জানাবো।

কলাগাছিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. ফোরকান মৃধার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের দলীয় প্রার্থী মো. রবিউল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, মো. শাহ আলম সিকদার, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, জেলার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভিপি নুর এর আগে সকালে গলাচিপা পৌর শহরে গণসংযোগ করেন এবং পৌরবাসীর খোঁজ-খবর নেন।