রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর হলে উপকার পাবেন সাধারণ মানুষ— ফেসবুকে এমন মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম— ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ মত প্রকাশ করেন।
জাওয়াদ নির্ঝরের দাবি, হাসিনা পরবর্তী সময়ে পুলিশের মনোবল ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিনরাত কাজ করছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী। তিনি বলেন, ‘গত এক বছরের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তেমন হয়নি। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকও নই। জুলাই আন্দোলনের পর থেকে পুলিশের ওপর হামলা হচ্ছে, পুলিশের মনোবল ভাঙার চেষ্টা চলছে। এর মধ্যে আবার দলীয় রাজনৈতিক প্রভাবাধীন এমন পুলিশ সদস্যও রয়েছেন, যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছে না।’
পোস্টে তিনি আরও লেখেন, নাশকতামূলক কর্মকাণ্ড দেখলে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার। এতে অনেকে অসন্তুষ্ট হলেও কমিশনারের দেওয়া নির্দেশ পুলিশ আইনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। তাঁর মতে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাজ্জাত আলীর নেতৃত্বে প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা অধীনস্থ বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন। আর এই কঠোর অবস্থানের সুফল শেষ পর্যন্ত ভোগ করবে সাধারণ মানুষই।
জাওয়াদ নির্ঝর মনে করেন, গত বছরের ৫ আগস্টের পর কয়েকদিন পুলিশ সারাদেশে প্রায় নিষ্ক্রিয় ছিল। সেসময় প্রতিদিন রাতে নানা অপরাধের খবর পাওয়া যেত। তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার সাজ্জাত আলীরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কঠোর ব্যবস্থা নিতে চাইলে, তাদের নিতে দিন। গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে গেলে লাভ তো সাধারণ মানুষেরই।’