গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের কুমরিয়া দক্ষিণ পাড়ায় শ্যামল চন্দ্র বালা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত শ্যামল মৃত নিরদ চন্দ্র বালার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৮ নভেম্বর) মঙ্গলবার রাতে একই গ্রামের সঞ্চু জয় মনির বাড়ি সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠান দেখে বাড়ি ফেরেন শ্যামল চন্দ্র বালা। স্বাভাবিকভাবেই রাত কাটলেও পরদিন সকালে আর দেখা মেলেনি তার।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে শ্যামলের বড় ভাই নিহার চন্দ্র বালার স্ত্রী ডলি তাকে ডাকতে গেলে প্রথমে সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে ঘরের দরজা খোলা অবস্থায় ভেতরে গিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে আসে ঘটনাস্থলে।
নিহতের পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা। তবে স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। তারা বলছেন, শ্যামল কোনো সমস্যায় ভুগছিল কি না– সে বিষয়ে কেউ নিশ্চিত নন। হঠাৎ এমন মৃত্যু স্বাভাবিক নয়।
ঘটনাস্থলে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কাশিয়ানী থানার ওসি মোঃ- কামাল হোসেন তিনি বলেন, শ্যামল চদ্রবালা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য পরিবারের কাছে চাপ দিচ্ছিল। সে তার বাবা–মাকে বিষয়টি জানালেও পরিবার বিয়েতে রাজি হয়নি। এই পারিবারিক টানাপোড়েনের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনার দিকে যেতে পারে তবে এ বিষয়ে অভিযোগ হয়নি ।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।