Image description
 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল্লাহ বাবু (৫৮) এবং ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বন্দর থানার কদম রসুল দরগা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে মশিউর রহমান সজু (৪৮)।

 

গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে বন্দর থানার কল্যান্দী ও নবীগঞ্জ কদম রসুল দরগা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করেন।

 

পরে এঘটনা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বিভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।