Image description

চব্বিশের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য আলোচনায় আসে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ওই বক্তব্য। এ নিয়ে তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আদালতে বাবার করা মন্তব্যটি শুধু তাঁর ব্যক্তিগত বিশ্বাস ছিল না, বরং দীর্ঘদিন ধরে দেশের বহু মানুষের মনে একই প্রত্যাশা ছিল।”

সোমবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আব্বা যখন আদালতে ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন, সেটা তাঁর দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু দেশের সাধারণ মানুষও মনে মনে এমন ঘটনারই প্রতীক্ষায় ছিল। গত ১৭ বছরে মানুষের বিশ্বাস তৈরি হয়েছিল যে একদিন শেখ হাসিনার বিচার হবে।”

সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, “আদালতে বিচারকদের উদ্দেশে তিনি বলেন, “আমি চাই এই ট্রাইব্যুনাল চালু থাক, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে।”

হুম্মাম কাদের আরও বলেন, “হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেগুলো দেশের মানুষ দেখেছে। তাই আমার বাবার মন্তব্য মানুষের কাছে ভবিষ্যদ্বাণীর মতো মনে হলেও বাস্তবে অনেকের মনেই একই ধারণা কাজ করছিল। বাংলাদেশের মাটিতে এ রায় একদিন না একদিন হবেইএটা বহুদিন ধরে আলোচনায় ছিল।”

উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করে।

একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার অন্যতম সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শীর্ষনিউজ