Image description

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামীকাল বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টই হবে মুশফিকের শততম টেস্ট। এই ঐতিহাসিক মুহূর্তের প্রাক্কালে মুশফিককে নিয়ে লিখলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় ভেরিফায়েড ফেসবুক পেইজে তামিম লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

তামিম আরও লিখেছেন, ‘তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’