Image description

১৬ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস সেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে তাঁরা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।