জামায়াতে ইসলামী বলেছে, ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার ছিলো ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার আর আজকের বিচার হলো যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তি দেশের ইতিহাসে প্রথম এবং এ কারণে এটা স্মরণীয় হয়ে থাকবে।
“বিচারকদের রায়ে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে। আমরা মনে করি বিচারের ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে,” বলেছেন মি. পরওয়ার।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি আইনের শাসন ও বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন।
“এদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খা ছিলো ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করার। আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে জাতির আশা কিছুটা পূর্ণ হয়েছে,” বলেছেন তিনি।
তিনি দাবি করেন যে, এর আগে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের যে বিচার হয়েছে তা ছিলো য়ে প্রশ্নবিদ্ধ।
“সে আদালতের রায় বিচারক সব ছিল সাজানো। সে বিচার ছিলো ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার। কিন্তু আজকের বিচার হলো যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার,” বলেছেন মি. পরওয়ার।