Image description
 

আউন্স প্রতি স্বর্ণে ৪০ ডলার ওপরে ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। তবুও ক্রেতারা স্বর্ণ কিনতে আগ্রহী হচ্ছেন না। 

 

স্বর্ণের উচ্চমূল্যের প্রভাবে এশিয়ার বাজারে ফিজিক্যাল গোল্ডের (বার, কয়েন ও গহনা) চাহিদা এ সপ্তাহেও কম ছিল। বিশেষ করে ভারতে ক্রয় কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণ বেচাকেনায় ছাড় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের।

ভারতের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বিক্রিতে সর্বোচ্চ ৪৩ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে। এর আগের সপ্তাহে সর্বোচ্চ ছাড় ছিল ১৪ ডলার। এ মূল্যের মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর রয়েছে।

এদিকে চীনেও স্বর্ণের চাহিদা কমেছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণ বিশ্ববাজারের তুলনায় ৮ ডলার ছাড় থেকে ৪ ডলার অতিরিক্ত মূল্যসংযোজন করে লেনদেন হয়েছে।

এমকেএস পিএএমপির বৃহত্তর চীন অঞ্চলের পরিচালক বার্নার্ড সিন জানান, রেকর্ড দামে ক্রেতারা কেনাকাটা স্থগিত রেখেছেন; দাম কমলে চাহিদা আবার বাড়তে পারে।

সিঙ্গাপুরে স্বর্ণে প্রিমিয়াম ছিল প্রতি আউন্সে ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ ডলার, হংকংয়ে ৫০ সেন্ট–২ দশমিক ৫০ ডলার, আর জাপানে স্পট দামের সমান বা সর্বোচ্চ ৫০ সেন্ট প্রিমিয়ামে স্বর্ণ লেনদেন হয়েছে।