Image description

ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

 

সালাহউদ্দিন আম্মার পোস্টে লিখেন- ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২-এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড। আরেকটা কথা মনে করিয়ে দেই- আজ হাসিনার বিবাহ বার্ষিকী আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই। 

আরেকটি পোস্টে তিনি লিখেন- আপনারা একটু সাশ্রয়ী হোন! আমরা গরিব দেশ। একটা বাড়ি ভাঙতে বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট কইরেন না। আজকেই শেষ করে দেন।