Image description

ঠিক দশ বছর আগে, এই নভেম্বর মাসেই মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। তৎকালীন আওয়ামী লীগ সরকার বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তার ফাঁসি কার্যকর করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠেছিল।

 

তবে, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর (সোমবার, ১৭ নভেম্বর), সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছয়বারের সংসদ সদস্য এবং বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে বিচার চলাকালীন নির্দোষ দাবি করে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন, "এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে..."

 

বর্তমানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অনেকেই সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণীমূলক বক্তব্যটি নতুন করে শেয়ার করছেন।