Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ‘আওয়ামী লীগের দু-চারজন যদি ভালো লোক থেকে থাকে, তারা যদি আমাদের দলে যোগ দিতে চায়, তারা যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকে, তাদের আমরা নিয়ে নেব। কিন্তু নেতৃত্বে আপনারাই (বিএনপি) থাকবেন।’

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ভোলার তজুমদ্দিন উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ‘আমাদের দলকে আরো বড় করতে হবে।

আমরা যদি তাদের না নেই, এগুলো অন্য দলে গিয়ে যোগ দেবে। আমাদের বিরুদ্ধে ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে ভোট দেবে। সুতরাং ভালো লোক আমরা নিতে চাই। আমাদের দলে দুই-চারটা খারাপ লোক থেকে থাকে, তাদের দল থেকে নিষ্কৃতি দিয়ে দেবে, তাদের আর রাজনীতি করার দরকার নাই।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের কর্মকাণ্ড শুরু করেছে। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধু শুধু বিএনপির নামে বদনাম করে যাচ্ছে। উপদেষ্টাদের নামেও কলঙ্ক রটাচ্ছে।

আমাদের জানামতে বর্তমান সরকার এখনো নিরপেক্ষ আছে। বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও সচিবালয়ে আমলাদের মধ্যে জামায়াতের অনেক সমর্থক ইতোমধ্যে বসে গেছে। তারা তাদের দলকে নির্বাচনে জেতানোর জন্য নিরপেক্ষতা বর্জন করেছে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘বিএনপি কোনো আমলা বা সুবিধাবাদী গোষ্ঠীর দল নয়, আমাদের জনগণের ওপর আস্থা। আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

জামায়াতে ইসলামী জানে নির্বাচনে তাদের জয়লাভ করার সুযোগ নাই। নির্বাচনে পরাজয়ের জন্য তারা আগে থেকেই অজুহাত সৃষ্টি করেছে। বিএনপি এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো আনুকূল্য পায় নাই এবং চায়ও না। আমরা জনগণের ভোটের প্রত্যাশী, ইনশাআল্লাহ জনগণ আমাদের সমর্থন করবে।’

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।