জুলাই বিপ্লবের পর করা মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, জুলাই বিপ্লবের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় করা মামলায় শাহজাহান মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।