Image description

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সাভারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ সময় সব ধরনের নাশকতা ঠেকাতে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে খোরশেদ আলমের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় ঢাকা জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল এ শোডাউন দেওয়া হয়।

সন্ধ্যার পর থেকেই সাভার থানা বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর, আমিনবাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল মিছিল সাভারের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মহাসড়ক।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি— দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরত পেতে আজ রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষসহ আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।’

তিনি বলেন, ‘আগামীকালকের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনা ও তার দলের যারা মানবতাবিরোধী অপরাধ করেছে— তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

শোডাউন চলাকালে পরিবেশ উত্তেজনাপূর্ণ হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-আরিচা মহাসড়কজুড়ে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নেতাকর্মীরা।

এদিকে সাভার মডেল থানা পুলিশের ওসি জুয়েল মিঞা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।