বিএনপির মনোনয়নকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে টানা আন্দোলন চালিয়েছে যাচ্ছেন নেতাকর্মীরা।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফুলতলা মোড়ের ব্রিজের ওপর প্রধান সড়ক অবরোধ করেন কর্মী-সমর্থকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিএনপি নেতাকর্মীরা বলেন, ডা. শহিদুল আলমের মনোনয়ন না দেয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
উল্লেখ্য, আসনটিতে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে কাজী আলাউদ্দীনকে। এরপর থেকেই পুনঃবিবেচনার দাবিতে আন্দোলনে নামে আসনটির বিএনপি নেতাকর্মীরা।