Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমীন বলেছেন, নিজের বা দলের জয়-পরাজয়ের বাইরে গিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই হয়ে উঠুক বাংলাদেশের বিজয়।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাস্তায় অগ্নিসন্ত্রাস ও নাশকতা, অনলাইনে অপপ্রচার ও মিথ্যাচার— এসব নেতিবাচক রাজনীতি জনগণ বহু আগে থেকেই প্রত্যাখ্যান করেছে। কিন্তু গণ-অভ্যুত্থানের এক বছর পরও কিছু গোষ্ঠী ইতিবাচক রাজনীতি থেকে দূরে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাহাদী আমীন আরও বলেছেন, ষড়যন্ত্রের জালে বিভাজিত বাংলাদেশ কারো কাম্য নয়। গণতন্ত্রকামী সবাইকে ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগী হতে হবে।