Image description

জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া যাবে। একই সঙ্গে আওয়ামী লীগ শুধু মাত্র বিচারের মুখোমুখি হতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কর্মীদের প্রশ্ন উত্তর পর্বে সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান সরকার মন্তর গতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তার সঙ্গে বর্তমান সরকারের কার্যক্রম মিলছে না। আমরা আগামীর যে নির্বাচনের কথা বলছি— সেরা হবে গণপরিষদ নির্বাচন। যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া যাবে।

এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে এবং ব্যর্থ করার চেষ্টা করছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারী।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কী না এমন প্রশ্নের উত্তরে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ শুধু মাত্র একটি জিনিসের মুখোমুখি হতে পারে— তা হলো বিচার। এছাড়া ভোটে আওয়ামী লীগকে জাতীয় নাগরিক কমিটি অংশগ্রহণ করতে দিবে না।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি তার আগে এসব সংস্কার দৃশ্যমান হতে হবে।