Image description

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে। 


ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাহ্উদ্দিন আহমেদের দেয়া বক্তব্যের এ হুমকির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলেও মিছিলে জানিয়েছেন তারা। তাদের দাবি-বিএনপি থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত দৌড় সালাহ্উদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন।        


উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর নায়লা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার হুমকি দেন সালাহ্উদ্দিন। এছাড়া তিনি দলীয় নেতাকর্মীসহ শিক্ষকদের গালিগালাজ করেন।