Image description

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কলংকা গ্রামে এক সভায় ইউনিয়ন যুবদল ও বিএনপির একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (১২ নভেম্বর) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত সভায় বিশকাকুনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক মণ্ডলের নেতৃত্বে মোট ১৬ জন বিএনপি ও যুবদল কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

 

সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রোকন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাসুম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোহলাকান্দা ইউনিয়নের আমির হানিফ উদ্দিন, পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তাজুল ইসলাম, বিশকাকুনি ইউনিয়ন জামায়াতের সভাপতি আশিকুর রহমান জিয়াদ, ইউনিয়ন সেক্রেটারি জনাব তোফায়েল আলমসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে রজনীগন্ধা ফুল ও মালা দিয়ে নতুন সদস্যদের দলে বরণ করা হয়।

জামায়াতে যোগদানকারী নেতা-কর্মীরা বলেন, ‘ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগদান করেছি।’