নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক তিতাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিতাস যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর বাবুপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের লেখক-জয় কমিটির সহ-সম্পাদক ছিলেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ভোরে যশোরের উপশহরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হতে পারে। ৫ আগস্টের পর থেকে তিতাস নিজ এলাকায় আত্মগোপনে ছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সরব ছিলেন তিনি। ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি থাকাকালে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার এক নারীকে ধর্ষণের অভিযোগে যশোর আদালতে মামলাও করেছিলেন ভুক্তভোগী নারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঁঞা।