Image description

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে বিজিবির একাধিক প্লাটুন রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় টহল শুরু করেছে।

বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয়ে গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও কৌশলগত স্থানে টহল দিচ্ছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সাম্প্রতিক কয়েক দিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সূত্রাপুর, মিরপুর বেড়িবাঁধ, হাতিরঝিল ও কারওয়ান বাজারসহ একাধিক স্থানে দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখোশ ও হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তিরা দ্রুত এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাতে বাইরে বের হওয়াই ভয় লাগছে। কখন কোথায় বিস্ফোরণ হবে—বলা যাচ্ছে না। মনে হচ্ছে, রাস্তায় চলাফেরাই এখন ঝুঁকিপূর্ণ।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই—সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”

ডিএমপি কমিশনার আরও জানান, গত কয়েক দিনে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।

তিনি বলেন, “হেলমেট ও মুখোশ পরে দুর্বৃত্তরা এসব হামলা চালাচ্ছে। এমনকি কিছু ঘটনায় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

বিজিবি, পুলিশ ও র‌্যাবের যৌথ টহল কার্যক্রম এখন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অব্যাহত রয়েছে। সরকারি স্থাপনা, পরিবহন টার্মিনাল ও জনসমাগমস্থলগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আইন-শৃঙ্খলা বাহিনী নাগরিকদের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছে।

ঢাকাটাইমস