জাতীয় গণমাধ্যম দৈনিক আমার দেশ পত্রিকার লোগো ব্যবহার করা একটি ভুয়া ফটোকার্ড প্রচার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।
আজ রবিবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে এ ফটোকার্ড শেয়ার করেন তিনি।
ফটোকার্ডটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নামে একটি বক্তব্য যুক্ত করে প্রচার করা হয়।
ওই ফটোকার্ডটি ছাত্রদল নেতা শরিফ প্রধান শুভ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ওরে বাটপার, ওরে টাউট, ওরে সিটার, ওরে চাপাবাজ মাসুদ, ভালা হইয়া যা!”
তবে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া বলে নিশ্চিত করেছেন আমার দেশ পত্রিকার একাধিক সাংবাদিক। তারা জানিয়েছেন, গণমাধ্যমটির কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বা অনলাইন প্ল্যাটফর্মে এমন কোনো ফটোকার্ড প্রচার করা হয়নি।
এ বিষয়ে দেশ পত্রিকার এক সাংবাদিক দ্যা ঢাকা ডায়েরিকে বলেন, “জামায়াত নেতার বক্তব্য কোট করে প্রচার হওয়া ফটোকার্ডটি ভুয়া। এমন কোনো ফটোকার্ড আমাদের মাধ্যমে প্রচারিত হয়নি। ফটোকার্ডটির ফন্ট ও বিন্যাসও আমাদের ফটোকার্ডের সঙ্গে মেলে না। এছাড়াও এখানে অস্বাভাবিকভাবে বড় একটি শিরোনাম দেওয়া হয়েছে, যা আমাদের সাধারণ স্টাইল নয়।”
এ বিষয়ে মতামত জানতে ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।