বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের অভিযোগে ওসমানী মেডিকেল কলেজ থেকে পাঁচ বছরের জন্য বহিষ্কার হওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে কলেজের ডিসিপ্লিন কমিটির সভায় হাজির হলে মারধরে শিকার হন ওই শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করার অভিযোগে ওসমানী মেডিকেল কলেজের ১৯ শিক্ষার্থীকে গত বছরের ১ সেপ্টেম্বর বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে তাদের মধ্যে কয়েকজন আপিল করেন। এর মধ্যে সৌমিক সাজিদ ও হামিম নামে আরেক শিক্ষার্থীকে রোববার কলেজের ডিসিপ্লিন কমিটির সভায় ডাকা হয়। সভায় উপস্থিত হলে সাজিদকে ডেকে নিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেন কিছু শিক্ষার্থী। সাজিদ গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা ও এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মারধরের শিকার ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁর কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষের ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি তিনি।