Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির দ্বিতীয় দফায় বলা হয়েছে ‘অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে (সোশ্যাল কনট্রাক্ট) পৌঁছাতে হবে’।

তবে ড. গালিব উল্লেখ করেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রশ্নে আলোচনায় বিএনপির কোনো জেনুইন আগ্রহ দেখা যায়নি। গত বছরের আগস্টের বিপ্লবের পর রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে কোনো আলাপ-আলোচনা শুরু করতে দেখা যায়নি। এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, তা মূলত ঐকমত্য কমিশনের উদ্যোগে হয়েছে। 

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এই আলাপ-আলোচনায় নেতৃত্ব দেয়া। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক—বিভিন্নভাবে বিএনপি ৩১ দফার আলোকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করতে পারত। কিন্তু, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা শুরু করতে রাজি নয়।

ড. গালিব মন্তব্য করেন, বিএনপির নীতি-নির্ধারকরা হয় ৩১ দফা কখনো পড়েননি, অথবা নিজেদের ৩১ দফা বিশ্বাস করেন না। তিনি এটিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যায়িত করেন।