পেশাগত অসদাচরণ এড়াতে সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্তকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জন হত্যা মামলা থেকে আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। রোববার সকালে এতথ্য জানা গেছে।
এর আগে ২২ অক্টোবর শুনানিতে ব্যারিস্টার সারওয়ার ওই সেনা কর্মকর্তাদের পক্ষে অংশ নেন। তিনি সেনা কর্মকর্তাদের ‘নির্দোষ’ বলেও দাবি করেছিলেন ট্রাইব্যুনালে।
জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেপ্তার আছেন।