Image description
 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি এক-এগারো হবে। যার খেসারত বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও আমাদের গণঅধিকারসহ প্রত্যেকটি দলকে দিতে হবে। সুতরাং ফেব্রুয়ারি মাসে সবাইকে নির্বাচন আদায় করে নিতে হবে।’

 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে রাষ্ট্র সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। গত ১৬ বছর হাসিনা যে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল, তা এখনো ভাঙা যায়নি। সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, আরেকটি এক-এগারো তৈরি হয়, তাহলে হাসিনা আবারও ক্ষমতায় যাবে। এ জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া দরকার। আমাদের দাবিদাওয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। এখন নির্বাচনের বিকল্প এ দেশে আর কিছু হতে পারে না। তাই নির্বাচন আদায় করে নেওয়া হবে।’

তিনি আরোও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না। এ দেশে আর কোনো দিন ১৮ বা ২৪-এর মতো নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না।’

পরে উপস্থিত নেতাকর্মীদের সামনে ঝিনাইদহ-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনের হাত ধরে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন। এছাড়াও গণঅধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।