Image description
 

ব্যাট হাতে চার-ছয়ের ঝড়, শ্বাসরুদ্ধকর লড়াই আর দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাস—দেখে মনে হতে পারে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলছে। অথচ দৃশ্যটি গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার। একসময় এটি ছিল ময়লার ভাগাড়, আজ সেই জায়গাই রূপ নিয়েছে বিশাল খেলার মাঠে। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই মাঠেই পর্দা উঠেছে এশিয়া মহাদেশের প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (টেপ বল) টুর্নামেন্টের।

এবারের আয়োজনে অংশ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়রা, সঙ্গে রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকারাও। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই আয়োজনে সবচেয়ে বড় টেপ বল টুর্নামেন্ট হিসেবে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে খেলাপ্রেমীদের মধ্যে।

দেশের ৮টি বিভাগীয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে খুলনা বিভাগ দারুণ নৈপুণ্যে শরীয়তপুর দুরন্ত ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত ২০ ওভারে খুলনা দল প্রথমে ব্যাট করে ২০৯ রানের টার্গেট দেয়। জবাবে খেলতে নেমে শরীয়তপুর একাদশ ১৮৪ রানে অলআউট হয়।

 

মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলট। তারা প্রায় ২০ হাজার উচ্ছ্বসিত দর্শকের সঙ্গে বসে উপভোগ করেন এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ।

 
 

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সারোয়ার হোসেন আকুল এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সাইজুদ্দিন আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং এই উদ্যোগকে ‘এশিয়ার টেপ বল বিপ্লবের সূচনা’ হিসেবে অভিহিত করেন।