Image description
 

মিরপুর, শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। একই আসনের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলীয় মুখপাত্র ড. মাহদী আমিন। বিএনপির হাইকমান্ডের পূর্ণ সম্মতিতে একজন সৎ, যোগ্য ও সাহসী প্রার্থী সানজিদা ইসলাম তুলি মনোনয়ন পেয়েছেন বলে জানিয়ে তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মাহদী আমিন। 

 

মঙ্গলবার (৪ নভেম্বর) ফেসবুক পোস্টে তিনি জানান, সম্ভাব্য সেরা প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির পক্ষে এগিয়ে আসাটা ছিল বিএনপির ন্যাচারাল ডিসিশন।

মাহদী আমিন বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের প্রাণঢালা ভালোবাসা, স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের ঐক্য প্রতিষ্ঠার সক্ষমতা, এবং সব শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা—এ গুণগুলোকে ধারণ করে, একজন ভিন্নমাত্রিক প্রার্থীর জন্য আমি ঢাকা-১৪ আসনটি গুছিয়ে রেখেছিলাম। কারণ নতুন ধারার রাজনীতি, তারুণ্য ও নারীর ক্ষমতায়ন, ত্যাগের মূল্যায়ন, ৩১ দফার আলোকে দেশ পরিচালনা —এসব বিষয়ে আমি অনেক কথা বলেছি, দেশজুড়ে ছুটে বেড়িয়েছি।’

‘একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির বড় কমিটমেন্ট বাস্তবায়নের যে দায়বদ্ধতা, ক্ষুদ্র একজন স্টেকহোল্ডার হিসেবে সেই দায়িত্বের কিছুটা আমার ওপরও এসে পড়েছে। কথাকে কাজে পরিণত করার শুরুটা আমার নিজের ঘর, নিজের এলাকা, নিজের আসন থেকেই করতে হবে। এ কারণেই সম্ভাব্য সেরা প্রার্থী হিসেবে সানজিদা ইসলামকে তুলি আপার পক্ষে এগিয়ে আসাটা ছিল ন্যাচারাল ডিসিশন।’

মাহদী আমিন আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন ও নীতিনির্ধারকরা সমর্থন জানিয়েছেন—গুম হয়ে আজও ফিরে না আসা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন, ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক ও মানবাধিকারকর্মী তুলি সেই প্রার্থী, যিনি নেতার নির্দেশনায় জনগণের পাশে থাকবেন। আন্তর্জাতিকভাবে সুপরিচিত, তরুণ এই নেত্রীর আন্তরিকতায় স্পষ্ট, তিনি নেতাকর্মীদের ত্যাগের মূল্যায়ন করবেন, ঐক্য ধরে রাখবেন এবং এলাকার উন্নয়নে ব্রত থাকবেন, ইনশাআল্লাহ।’

বিএনপির দলীয় মুখপাত্র আরও বলেন, ‘আমার নেতা তারেক রহমান আমাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে সম্পৃক্ত করেছেন। যেমন বিএনপির ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিভিন্ন সেক্টরে পলিসি তৈরী ও বাস্তবায়ন, একটি মেধাভিত্তিক সিস্টেম গড়ে তোলা যেখানে বৈষম্য থাকবে না, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নতুন ভিশন ও নতুন ট্যালেন্টকে সুযোগ দেওয়া ইত্যাদি। বাস্তবতা হলো, অর্পিত দায়িত্বগুলো পালন করতে গিয়ে, নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা বা ভোটের পর জনগণের পাশে সার্বক্ষণিক থাকা, আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। তাই নিজে একটি আসনে নির্বাচন না করে, আমি দলের জন্য জাতীয় পরিসরে, বৃহত্তর ভূমিকা রাখতে চেয়েছি।’

মাহদী আমিন আরও বলেন, ‘অনেকের ধারণা, মনোনয়ন পেতে অর্থ-বিত্ত বা পেশীশক্তি প্রয়োজন। কিন্তু বিএনপি বিশ্বাস করে— প্রয়োজন জনসম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা এবং সংগ্রামী ব্যাকগ্রাউন্ড। তাই আমার এলাকা থেকেও, এই প্রতিটি গুনের সমন্বয়ে একজন সৎ, যোগ্য ও সাহসী প্রার্থী সানজিদা ইসলাম তুলি মনোনয়ন পেয়েছেন, সেটিই স্বাভাবিক।’

নিজের নির্বাচন ভিত্তিক রাজনীতি বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনী রাজনীতিতে না নামলেও ঢাকা-১৪ আসনের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় আমি সিক্ত, গণমানুষের কাছে কৃতজ্ঞ। বিএনপি সরকার গঠন করলে আমার অগ্রাধিকার থাকবে জনগণের সমস্যা সমাধান, ভাগ্য পরিবর্তন ও আর্থ-সামাজিক ক্ষমতায়নে সক্রিয় থাকা।’

মাহদী আমিনের মতে, সানজিদা ইসলাম তুলির জন্য কাজ করা মানে দলের (বিএনপির) সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের প্রতি অনুগত থাকা, ধানের শীষে মিশে থাকা আদর্শকে ধারণ করা, নিপীড়িত মানুষের আবেগকে সম্মান জানানো। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, সহযোগিতা করছেন, দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে। আর কেউ যদি বিচ্ছিন্নভাবে ভিন্ন অবস্থান গ্রহণ করেন, তবে সাংগঠনিক ব্যবস্থা অনিবার্য।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ নভেম্বর বিএনপি মহাসচিব সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। গুম হয়ে আজও ফিরে না আসা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন, ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক ও মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি সেই তালিকা অনুসারে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।